মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

শিরোপা জিততে ভারতের দরকার ১৪৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯

শেয়ার

শিরোপা জিততে ভারতের দরকার ১৪৭
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। তবে শেষ পর্যন্ত উইকেটে আসা-যাওয়ার মিছিলে ১৯ ওভার ১ বলে অলআউট হয়ে ১৪৬ রান তুলতে পেরেছে দলটি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কুলদ্বীপ যাদব। ঐতিহাসিক এই ম্যাচে শিরোপা জিততে ভারতের প্রয়োজন ১৪৭ রান।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

দুই ওপেনারের ব্যাটে ভর করে ৮৪ রানের উদ্বোধনী জুটি পায় পাকিস্তান। ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পান শাহিবজাদা ফারহান। তবে মাত্র ৭ রান যোগ করতেই বরুণ চক্রবর্তীর বলে ফেরেন তিনি। এশিয়া কাপে আগের ৬ ম্যাচে ডাক মারা সাইম আইয়ুব এই ম্যাচে ফেরেন ১৪ রানে। তৃতীয় উইকেটে শুন্য রানে আউট হন মোহাম্মদ হারিস। ৪৬ রান করা ফখর জামান ফেরেন বরুণের দ্বিতীয় শিকার হয়ে।

হোসেন তালাতকে সাজঘরের পথ দেখান আক্সার প্যাটেল। ইনিংস লম্বা করতে ব্যর্থ হন পাক অধিনায়ক সালমান আঘা। মাত্র ৮ রানে কুলদ্বীপের শিকার হন পাক অধিনায়ক। শাহীন আফ্রিদিও হাটেন একই পথে। দূর্দান্ত শুরুর পরও শেষ দিকে ভারতীয়দের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙ্গে পড়ে এবং শেষ পর্যন্ত ১৪৬ রানে থামে পাকিস্তানের ইনিংস।



banner close
banner close