ছবি: সংগৃহীত
পাকিস্তান: ১০ ওভারে ৮৭/১
ফিফটির পর বেশি দূর এগোতে পারলেন না ফারহান। ৫৭ রানে তাঁর আউটে ভাঙল পাকিস্তানের উদ্বোধনী জুটি। বরুণ চক্রবর্তীর ওভারের তৃতীয় বলে ছক্কা মারার পর চতুর্থ বলেও বড় শট খেলতে গিয়েছিলেন। কিন্তু ডিপ মিড উইকেটে ধরা পড়লেন তিলক বর্মার হাতে।
ফারহান আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছেন সাইম আইয়ুব।
আরও পড়ুন:








