মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২০:১০

আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৬

শেয়ার

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ফাইনালের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই বাড়তি রোমাঞ্চ যোগ করেছে।

দুবাইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ভারতের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। চোটের কারণে নেই অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এ ছাড়াও গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আর্শদিপ সিং ও হার্শিত রানা। দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ, রিংকু সিং ও শিবম দুবে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ:

শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

ভারত একাদশ:

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।



banner close
banner close