মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত, নিশঙ্কার সেঞ্চুরিও বৃথা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১৩

শেয়ার

রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত, নিশঙ্কার সেঞ্চুরিও বৃথা
ছবি: সংগৃহীত

দুবাই, ২৭ সেপ্টেম্বর, ২০২৫: (ক্রীড়া প্রতিবেদক) এশিয়া কাপের সুপার ফোরের ১৮তম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী থাকল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (২০২/৫) হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে শেষ হাসি হাসল ভারতীয় দল।

ফাইনালে ওঠার লড়াই আগেই নিশ্চিত করে ফেলেছিল ভারত, আর শ্রীলঙ্কা বিদায় নিয়েছিল। তবুও আজকের ম্যাচটি ছিল মর্যাদার। টসে জিতে শ্রীলঙ্কা ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। ভারতীয় দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২০২ রান। দলের পক্ষে অভিষেক শর্মা (৬১) এবং তিলক ভার্মা (৪৯*) ও সঞ্জু স্যামসন (৩৯) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও দারুণ শুরু করে। হার্দিক পান্ডিয়ার বলে কুশল মেন্ডিস (০) দ্রুত আউট হলেও, পাথুম নিশঙ্কা এবং কুশল পেরেরা জুটি বেঁধে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান। নিশঙ্কা অসাধারণ এক সেঞ্চুরি (১০৭ রান) হাঁকান এবং পেরেরা ৫২ রানের ইনিংস খেলেন। শেষ ওভারের নাটকীয়তায় শেষ বলে ২ রান প্রয়োজন থাকলেও, শ্রীলঙ্কা ২০২/৫ রানে থেমে যায়, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা মাত্র ২ রান তুলতে পারে এবং হারায় ২ উইকেট। জবাবে, ভারতের হয়ে শুভমান গিল ও সূর্যকুমার যাদব ব্যাট করতে নামেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই সূর্যকুমার যাদব ৩ রান তুলে ম্যাচটি ভারতের ঝুলিতে পুরে দেন।

এই জয়ের ফলে এশিয়া কাপে অপরাজিত থাকার ধারা বজায় রাখল ভারতীয় দল। শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কার লড়াই সেঞ্চুরি সত্ত্বেও জয় এনে দিতে পারল না দলকে। ফাইনালের আগে এমন রুদ্ধশ্বাস জয় আত্মবিশ্বাস জোগাবে টিম ইন্ডিয়াকে।



banner close
banner close