মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

আচরণবিধি ভেঙেছেন সূর্যকুমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০১

শেয়ার

আচরণবিধি ভেঙেছেন সূর্যকুমার
ছবি: সংগৃহীত

সূর্যকুমার যাদব রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে আইসিসির কাছে এমন অভিযোগই করেছিল পাকিস্তান। এ অভিযোগ নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের পরিচালনায় শুনানির আয়োজন করে।

সেই শুনানিতে সূর্যকুমারকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেছিলেন সূর্যকুমার।

তার এই বক্তব্য ‘রাজনৈতিক বলে আখ্যা দেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। শুনানিতে সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছে আইসিসি। আইসিসির আচরণবিধি ভাঙায় সূর্যকুমারের কোনো শাস্তি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

পাকিস্তানের পেসার হারিস রউফ ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত করে হাত নেড়েছিলেন। আর ওপেনার সাহিবজাদা ফারহানের একে-৪৭ বন্দুক চালানোর মতো ভঙ্গিতে ফিফটি উদযাপন করেন। ভারত তাদের বিরেদ্ধে অভিযোগ করেছিল। শুনানি হলেও ম্যাচ রেফারির রায়ের অপেক্ষায় রয়েছেন দুজনে।



banner close
banner close