মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সহজ ম্যাচ হেরে অদ্ভুত অজুহাত বাংলাদেশ কোচের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৭

শেয়ার

সহজ ম্যাচ হেরে অদ্ভুত অজুহাত বাংলাদেশ কোচের
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৬ রানের কম লক্ষ্য তাড়ায় ব্যর্থতার রেকর্ড আছে দুটি। বাংলাদেশ তেমন লক্ষ্য তাড়ায় পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। দুবাইয়ে ব্রিহস্পতিবারের ম্যাচে ব্যবহৃত পিচ তুলনামূলক স্লো এবং টার্নিং বলা হলেও, বাংলাদেশের কুৎসিত ব্যাটিং প্রদর্শনীর খুব একটা যৌক্তিক ব্যাখ্যা সম্ভবত মিলবে না। কিন্তু অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতির মতো হাস্যকর ও অদ্ভুত অজুহাত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

প্রথম ইনিংস শেষে সমীকরণ বাংলাদেশের পক্ষেই ছিলো। দারুণ বোলিংয়ে সালমান আলি আগার দলকে মাত্র ১৩৫ রানে আটকে দেয় তাসকিন-রিশাদরা। কিন্তু সেই লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হৃদয়-জাকের-সোহানদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে ১২৪ রান নিয়ে ১১ রানে হেরে বাংলাদেশ ছিটকে গেলো এশিয়া কাপ থেকে।

লক্ষ্য তাড়ায় ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আউট হয়েছেন, তা যে কোনো ভক্তের চোখেই দৃষ্টিকটু মনে হতে পারে। লো স্কোরিং ম্যাচেও বেশি ছটফটে ছিলেন ব্যাটাররা। অথচ বাংলাদেশ কোচ সিমন্স তুললেন লিটনের অনুপস্থিতির কথা।

তিনি বলেন, ‘আসলে আমরা এখনো এমন দল হইনি, যেখানে অধিনায়ককে হারিয়ে সেই খালি জায়গা পূরণ করে ফেলবো। আমরা এখনো সেখানে যেতে পারিনি। আমরা সেখানে যেতে চেষ্টা করছি। ভালো ফর্মে থাকা অধিনায়ককে হারিয়েছি আমরা। এই ব্যাপারটা আমাদের জন্য বড় ছিলো।

ফিল সিমন্স বলেন, ‘লিটন যে ফর্মে ছিলো, সেটা আমাদের জন্য খুবই জরুরি। অন্য দলের মতো আমাদের সেরকম গভীরতা নেই।’

এ ছাড়া ব্যাটারদের স্ট্রাইকরেট নিয়ে সিমন্স বলেন, ‘আমরা যত বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলবো তত দ্রুত গ্যাপটা কমে আসবে। তখন ছেলেরা জানবে আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে কী করতে হবে। মাঝেমধ্যে ছেলেদের স্ট্রাইকরেট দেখি ১২৬-১৩০, ঠিক আছে এটা আমি মানছি, তবে ছক্কা হাঁকানোতে আবার আমরা সবার শীর্ষে। ফলে এখানে আমাদের দ্রুত রান তোলার সামর্থ্য নিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে লম্বা সময় ব্যাট করতে না পারায়, ভালো জুটি গড়তে না পারায়।



banner close
banner close