টস হেরে ব্যাট করতে নেমে চতুর্থ বলেই শাহিবজাদা ফারহানের উইকেট হারায় পাকিস্তান। ৪ রান করা এই ওপেনারকে ফেরান তাসকিন। ফলে আন্তর্জাতিক টি-20তে ১০০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন এই পেসার। এক ম্যাচ পর দলে ফিরে শূন্য রানে সাইম আয়ুবকে ফেরান মেহেদি হাসান। এবারের টুর্নামেন্টে মোট ৪ বার শূন্য রানে আউট হইয়ে লজ্জার রেকর্ড গরেছেন এই পাক ব্যাটার।
নিজের প্রথম ওভারে বোলিং এ নেমেই ১৩ রান করা ফখর জামানকে সাজঘরে পাঠান রিশাদ। তার দ্বিতীয় শিকার হুসেইন তালাত। মোস্তাফিজের পেসে কাটা পড়েন ১৯ রান করা অধিনায়ক সালমান আঘা। শাহিন আফ্রিদিকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পান তাসকিন।
৩৮ রানের জুটি গড়ে ধাক্কা সামালের চেষ্টা চালান মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ হারিস। পার্টনারশিপ ভাঙ্গে মেহেদির বলে ৩১ রান করা হারিস ও তাসকিনের পেসে ২৫ রান করা নাওয়াজ আউট হলে। আটকে যায় পাকিস্তানের রানের গতি।
শেষ পর্যন্ত ১৩৫ভ রানে থামলো সালমান আঘার দল।
আরও পড়ুন:








