মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২০:১৮

শেয়ার

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছব : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লিটন দাসের ইনজুরি থাকায় আগের ম্যাচের মতোই অধিনায়কের ভূমিকায় থাকবেন জাকের আলী। টাইগার একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন সোহান, মেহেদী ও তাসকিন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। অলিখিত সেমিফাইনাল হওয়ায় ম্যাচজয়ী দল খেলবে এশিয়া কাপের মেগা ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।

বাংলাদেশ একাদশ: জাকের আলী (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান

পাকিস্তান একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

উল্লেখ্য, সুপার ফোর পর্বে দুটি করে ম্যাচ খেলে সমান সংখ্যক একটি করে জয়ের দেখা পেয়েছে দুদলই। আসর থেকে ইতোমধ্যেই বিদায়ঘণ্টা বেজেছে শ্রীলঙ্কার। এই ম্যাচ জিতে উভয় দলের প্রত্যাশাই থাকবে ফাইনালে ওঠার।



banner close
banner close