মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ডু অর ডাই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২০:২০

আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫৭

শেয়ার

ডু অর ডাই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
ছবি: সংগৃহীত

চলমান এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে হারের তিতো স্বাদ ভোগ করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনালের লড়াইয়ে টিকা থাকার জন্য দ্বিতীয় ম্যাচে জয় অবধারিত হয়ে পড়েছে দুই দলের জন্য। তাই ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে মাঠে নামছে শ্রীলঙ্কা-পাকিস্তান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন করেনি পাকিস্তান। তবে বাংলাদেশের ম্যাচ থেকে দুটি পরিবর্তন এনেছে লঙ্কানরা।

শ্রীলঙ্কার একাদশ: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।



banner close
banner close