বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ব্যালনজয়ী দেম্বেলেকে যে বার্তা দিলেন মেসি-এমবাপে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯

আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:২৪

শেয়ার

ব্যালনজয়ী দেম্বেলেকে যে বার্তা দিলেন মেসি-এমবাপে
ছবি; সংগৃহীত

লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডিঅর জিতলেন পিএসজির ফরাসি স্ট্রাইকার উসমান দেম্বেলে। ব্যক্তিগত নৈপুণ্যে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়ে সাবেক ও বর্তমান সতীর্থদের কাছ থেকে তিনি শুভেচ্ছা পাচ্ছেন। সেই তালিকায় যুক্ত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা ও সর্বোচ্চ আটবারের ব্যালন ডিঅরজয়ী লিওনেল মেসি ও দেম্বেলের জাতীয় দল সতীর্থ কিলিয়ান এমবাপে।

প্যারিসে গতকাল (সোমবার) রাতে জমকালো অনুষ্ঠানে দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল- এর পুরস্কার, ব্যালন ডিঅর ২০২৫। ২৮ বছর বয়সী এ ফুটবলার ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন। এবার ব্যালন ডিঅর জয়ের জন্য অনেকেই এগিয়ে রাখছিলেন দেম্বেলেকে। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। এ ছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

গত বছরের গ্রীষ্মে পিএসজির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। তিনিই প্রথম জাতীয় দলের সতীর্থ দেম্বেলেকে অভিনন্দন জানান। দেম্বেলের হাতে ব্যালন ডিঅর তুলে দেওয়ার কয়েক মিনিটের মাথায় ইনস্টাগ্রামে এমবাপে লিখেছেন, ‘উসমান দেম্বেলে। খুবই রোমাঞ্চকর মুহূর্ত, আমার ভাই! তুমি এটা ১০০০ বার প্রাপ্য। এমবাপেও অবশ্য এবারের ব্যালনের দৌড়ে ছিলেন, যদিও শেষ পর্যন্ত তার জায়গা হয়েছে সাত নম্বরে। ২৬ বছর বয়সী এই ফরাসি অধিনায়ক এখনও ব্যালন জেতেননি।

অন্যদিকে, বার্সেলোনায় মেসির সঙ্গে একসময় খেলেছেন দেম্বেলে। তার এই অর্জনে ইন্টার মায়ামির এই আলবিসেলেস্তে মহাতারকাও বেশ খুশি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসি লিখেছেন, ‘গ্রেট উস..! অভিনন্দন, আমি তোমার এই অর্জনে খুশি। তুমি এটা প্রাপ্য ছিলে। দেম্বেলের সঙ্গে চার মৌসুম বার্সেলোনার জার্সিতে খেলেছেন মেসি, যদিও ফরাসি তারকা ওই সময় খেলার চেয়ে চোট নিয়েই বেশি খবরের শিরোনাম হতেন।

ব্যালন হাতে নিয়ে বার্সেলোনা ও মেসিকে স্মরণ করেছিলেন দেম্বেলেও, ‘আমি সেখানে (বার্সেলোনা) অনেক কিছু শিখেছি, যেখানে মেসি এবং ইনিয়েস্তার মতো তারকাদের সঙ্গে খেলেছি। এটি শেখার দারুণ অভিজ্ঞতা। আমি খুবই খুশি, যখন এই পুরস্কার পাওয়া কিংবদন্তি ফুটবলারদের তালিকাটা দেখি।

প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগজয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেন দেম্বেলে। এ ছাড়া অ্যাসিস্ট করেন ১৬টি। তবে তার সঙ্গে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছেন লামিনে ইয়ামাল। তিনি হয়েছেন দ্বিতীয়। বার্সার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন তরুণ স্প্যানিশ উইঙ্গার। মৌসুমজুড়ে চোখধাঁধানো পারফরম্যান্সে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেন ইয়ামাল।



banner close
banner close