বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভারতকেও হারানো সম্ভব: ফিল সিমন্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫৪

শেয়ার

ভারতকেও হারানো সম্ভব: ফিল সিমন্স
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ কেমন খেলে, এ নিয়ে কৌতূলের শেষ নেই সমর্থকদের। প্রধান কোচ অবশ্য জানালেন ভারতকেও হারানো সম্ভব।

দ্বিতীয় ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স। ভারতকে হারানোর বিষয়ে নিজেদের সামর্থ্যের কথা জানান তিনি। বাংলাদেশ কোচ অবশ্য স্পষ্ট করে বলেছেন ভারতকে ভুল করতে বাধ্য করবে টাইগাররা।

সিমন্স বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করবো। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’

আপাত দৃষ্টিতে কাগজে-কলমে এবং পরিসংখ্যানে বাংলাদেশ থেকে বেশ এগিয়ে ভারত। তবে শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ভারতকে হারাতে চান সিমন্স।



banner close
banner close