মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন ডি কক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ২০:২১

শেয়ার

অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন ডি কক
ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর কুইন্টন ডি কক হুট করেই জানিয়ে দেন, ওয়ানডে সংস্করণে আর দেখা যাবে না তাকে। এক বছরের বেশি সময় টি-টোয়েন্টি দলেও ছিলেন না। অবশেষে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন ডি কক। এতে ২০২৭ সালে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়লো ১৫৫ ওডিআই খেলা এই খেলোয়াড়ের।

পাকিস্তান সফরে অক্টোবর-নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সফরে ডি কককে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এর আগে, নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা, ওই ম্যাচের দলেও আছেন ডি কক।

পাকিস্তান সফরে তিন সংস্করণে দক্ষিণ আফ্রিকার তিন অধিনায়ককে দেখা যাবে। চোটের কারণে নিয়মিত টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা না থাকায় তার জায়গায় টেস্ট দলের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরবেন ডেভিড মিলার এবং ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন ম্যাথু ব্রিটজ। আর নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে দনোভান ফেরেইরাকে।

২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ডি কক। আর ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় জানান। ওই সময়ে তার বয়স ছিল কেবল ৩০ বছর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ডি কক অফিশিয়ালি অবসরের ঘোষণা না দিলেও এরপর তাকে ক্ষুদে সংস্করণের দলেও দেখা যায়নি।



banner close
banner close