মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

ওমানকে হারিয়ে টনা তিন জয় ভারতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৪০

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৪৮

শেয়ার

ওমানকে হারিয়ে টনা তিন জয় ভারতের
ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত । ছবি : সংগৃহীত

ভারতের দেয়া ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে আমির কালেম ও হাম্মাদ মির্জার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮তম ওভার পর্যন্ত দারুণভাবে লড়াই করে ওমান। তবে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি তারা। ওমানকে ২১ রানে হারিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ভারত। অন্যদিকে, সবকটি ম্যাচ হেরে আসর শেষ করলো ওমান।

এর আগে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৬ রানে শুভমান গিলের উইকেট হারায় ভারত। শুরুর সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন মিলে যোগ করেন ৬৬ রান। ১৫ বলে ৩৮ রান করে অভিষেক ফিরে যাওয়ার পর হার্দিক পান্ডিয়াও আউট হন প্রথম বলেই।

হার্দিকের বিদায়ের পর অক্ষর প্যাটেলকে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন স্যামসন। ২৬ রান করে বিদায় নেন অক্ষর। একপ্রান্ত আগলে রেখে তিন চার, তিন ছক্কায় ৪৫ বলে ৫৬ রান করেন স্যামসন। শেষ দিকে তিলক ভার্মা ২৯ রান করলে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৮৮। ওমানের পক্ষে দুটি করে উইকেট নেন শাহ ফাইসাল, শ্রীবাস্তব ও আমির কালেম।

বিস্তারিত আসছে...



banner close
banner close