আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। তাতেই সুপার ফোর নিশ্চিত করেছে তারা। কিন্তু দলের জয়ের দিনে অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগের পরিবারে নেমে এল শোকের ছায়া। ম্যাচ শেষে তিনি পেলেন বাবার মৃত্যুর সংবাদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলম্বোয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভেল্লালেগের বাবা সুরঙ্গা ভেল্লালেগে। নিউজওয়্যার, লঙ্কানসারাসহ দেশটির বেশকিছু গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
এশিয়া কাপ খেলতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন ২২ বছর বয়সী অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগে। এদিন আফগানিস্তানের বিপক্ষে লঙ্কান একাদশেও ছিলেন তিনি। দল জিতলেও তিক্ত অভিজ্ঞতা হয়েছে তারা। ম্যাচের শেষ ওভারের প্রথম ৫ বলে ৫টি ছয় হাঁকান মোহাম্মদ নবি। আর ম্যাচ শেষেই পেলেন বাবার মৃত্যুর খবর।
ভেল্লালেগের বাবার মৃত্যুতে শ্রীলঙ্কা ক্রিকেট পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভেল্লালেগের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা।
আরও পড়ুন:








