বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সুপার ফোরে পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩০

শেয়ার

সুপার ফোরে পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাঁচামরার ম্যাচে অবশেষে হাসলো পাকিস্তান। ব্যাট হাতে ইনিংসের একেবারে শেষ দিকে ঝড় তোলা আর বল হাতে ধারালো স্পেল দুই দিক দিয়েই উজ্জ্বল ছিলেন শাহীন শাহ আফ্রিদি। তার অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ৪১ রানে হারিয়ে এশিয়া কাপ ২০২৫এর সুপার ফোরে জায়গা করে নিল পাকিস্তান।

প্রথমে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৬/৯। ওপেনিংয়ে আবারও ব্যর্থ হন সাইম আইয়ুব () সাহিবজাদা ফারহান () তবে ফখর জামানের ঝলমলে অর্ধশতক (৩৬ বলে ৫০, চার, ছক্কা) আর অধিনায়ক সালমান আলি আগার (২০) ধীরস্থির ইনিংস পাকিস্তানকে টেনে তোলে। শেষদিকে উইকেটের মিছিল শুরু হলে ইনিংস বাঁচান শাহীন। মাত্র ১৪ বলে ২৯ রানের ঝোড়ো ক্যামিও খেলেন চার ছক্কায়।

জবাবে রান তাড়ায় নামা ইউএই গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে (১৭. ওভারে) উইকেটরক্ষক ব্যাটার রাহুল চোপড়া কিছুটা প্রতিরোধ গড়েন রানবল ৩৫ রানে, আর ধ্রুব প্রকাশর (২০) ছিলেন আরেকটু দৃঢ়। কিন্তু বাকিরা পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি।

শাহীন শুধু ব্যাটে নয়, বল হাতে ছিলেন সমান ভয়ংকর ওভারে ১৬ রান দিয়ে উইকেট। তাকে সমর্থন দেন হারিস রউফ আবরার আহমেদ (প্রতি জনে উইকেট), আর সাইম আইয়ুব সালমান আগা নেন ১টি করে উইকেট।

এই জয়ে গ্রুপ থেকে ভারত পাকিস্তান দুই দলই পা রাখলো সুপার ফোরে। বিদায় নিতে হলো ওমান ইউএইকে।



banner close
banner close