চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরুর আগে সুখবর পেল বার্সেলোনা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ও তার সহকারী মার্কাস জর্গ। এ দুজনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে উয়েফা। ফলে ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দেখা যাবে দুজনকে।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের মাঠে বার্সেলোনার ৪-৩ গোলে হারের ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফ্লিক। ফলে অসদাচরণের দায়ে প্রতিযোগিতাটিতে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ২০ হাজার ইউরো জরিমানা করা হয় এই জার্মান কোচ ও তার সহকারী জর্গকে।
দুই কোচের শাস্তির বিরুদ্ধে আপিল করে বার্সেলোনা। তাতে জয় হয়েছে স্প্যানিশ ক্লাবটির। খবরটি নিশ্চিত করেছে মুন্দো দেপোর্তিভোসহ স্পেনের একাধিক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, আপিলে জিতেছে কাতালান ক্লাবটি। পরে উয়েফাও এক বিবৃতিতে নিশ্চিত করে বিষয়টি।
তবে পুরোপুরি মুক্তি পাচ্ছেন না ফ্লিক ও জর্গ। দুজনকেই এক বছর ‘পর্যবেক্ষণে’ রাখবে উয়েফা। এই সময়ের মধ্যে আবার একই ধরনের আচরণ করলে শাস্তি পুনর্বহালের পাশাপাশি নতুন নিষেধাজ্ঞাও আসতে পারে। তাই সতর্ক হয়েই মাঠে নামতে হবে দুজনকে।
লা লিগায় আগামী রোববার ভালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:








