বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিলো হংকং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৪

শেয়ার

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিলো হংকং
বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিলো হংকং

জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে হলে বাংলাদেশকে করতে হবে ১৪৪ রান। প্রথমে ব্যাট করে উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকং ক্রিকেট দল।

বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে টস জিতে হংকংকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে রানে প্রথম উইকেট হারায় হংকং। দলকে ব্রেক থ্রু উপহার দেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তিনি বোলিংয়ে এসে তৃতীয় বলে ফেরান অংশুমান রাঠকে।

নো বল দিয়ে ওভার শুরু করা তাসকিন আহমেদ উইকেট পেয়ে গেলেন তৃতীয় বলেই। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচে পরিণত করেছেন এই তারকা পেসার।

আম্পায়ার অবশ্য বাংলাদেশের কলে সাড়া দেননি। রিভিউ নিয়ে সফল হয়েছে বাংলাদেশ। বলটি অংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। তবে ব্যাটবলের সংযোগের আওয়াজ শুনেই রিভিউ নেয় বাংলাদেশ। রানে প্রথম উইকেট হারাল হংকং। উইকেট পেলেও ওভারে ১১ রান খরচ করেছেন তাসকিন।

বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন তানজিম হাসান সাকিব। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতের স্টাম্প উপড়ে ফেললেন তিনি। বাবর হায়াতের বিদায়ে . ওভারে দলীয় ৩০ রানে দুই উইকেট হারায় হংকং।

ফের হংকং শিবিরে আঘাত হানেন তানজিম হাসান সামিক। তার করা বলটি উড়িয়ে মারেন জিশান আলী। বলে টাইমিংয়ে গড়মিল হওয়ায় উঠে যায় ক্যাচ। মিডউইকেট থেকে অনেকেটা পেছনে দৌড়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৩৪ বলে ৩০ রান করা জিশানের বিদায়ে ভাঙল ৪১ রানের তৃতীয় উইকেট জুটি।



banner close
banner close