এশিয়া কাপে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকংকে টিকে থাকতে হলে জয় প্রয়োজন, তবে ব্যাট হাতে শুরুটা একেবারেই সুখকর হয়নি তাদের।
আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। শুরুতেই কাজের প্রমাণ দেন পেসার তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই হংকং ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে ক্যাচ করান তিনি। মাত্র ৪ রান করে ফেরেন রাথ।
পঞ্চম ওভারে আরেক ধাক্কা হংকং শিবিরে। তরুণ পেসার তানজিম হাসান সাকিবের গতির ঝলকে বোল্ড হয়ে ফেরেন বাবর হায়াত (১৪)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হংকংয়ের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেটে ৪৫ রান। ক্রিজে আছেন জিসান আলী ৮ ও নিজাকাত খান ৪ রানে।
এশিয়া কাপকে সামনে রেখে লিটন-হৃদয়রা ঢাকা ও সিলেটে দীর্ঘ ক্যাম্প করেছেন। পাওয়ার হিটিং নিয়ে বিশেষ প্রস্তুতি এবং টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই নেমেছে টাইগাররা। এবার সেই প্রস্তুতির ফল মেলে কিনা, সেটাই দেখার অপেক্ষা।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন:








