বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

উদ্বোধনী ম্যাচে বিশাল জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৫৪

শেয়ার

উদ্বোধনী ম্যাচে বিশাল জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
ছবি- সংগৃহীত

২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই দাপট দেখালো আফগানিস্তান। হংকংকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রশিদ খানের দল।

আবুধাবিতে প্রথমে ব্যাট করে উইকেটে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানিস্তান। জবাবে পুরো ২০ ওভার খেললেও উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি হংকং।

১৮৯ রানের লক্ষ্য তাড়ায় ২২ রানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হংকং। চার ব্যাটারের মধ্যে দুইজন হন রানআউট।

এরপর বাবর হায়াত আর অধিনায়ক ইয়াসিম মোর্তজাই যা একটু লড়াই করেছেন। বাবর ৪৩ বলে করেন ৩৯ রান। ইয়াসিমের ব্যাট থেকে আসে ২৬ বলে ১৬। বাকি ব্যাটারদের কেউ দুই অংকও ছুঁতে পারেননি।

গুলবাদিন নাইব মাত্র রান দিয়ে শিকার করেন উইকেট। ফজলহক ফারুকি উইকেট পান ১৬ রানের বিনিময়ে।

এর আগে সেদিকুল্লাহ অতল একটা প্রান্ত ধরে শেষ ওভার পর্যন্ত খেলে গেলেন, শেষদিকে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন আজমতউল্লাহ ওমরজাই। দুজনের ফিফটিতে ভর করে উইকেটে ১৮৮ রান তোলে আফগানিস্তান।

আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল আফগানরা। অতলের ব্যাটে শুরুটা ভালো হলেও এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। একটি ওভার হয় মেইডেনও।



banner close
banner close