রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নাইজারকে ৫-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে মরক্কো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৯

শেয়ার

নাইজারকে ৫-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে মরক্কো
ছবি: সংগৃহীত

নাইজারকে - গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার রাবাতে অনুষ্ঠিত ম্যাচে গ্রুপ’-এর শীর্ষে থেকে আফ্রিকা অঞ্চলের প্রথম দল হিসেবে তারা বিশ্বকাপের টিকিট পেল।

খেলার শুরুতেই নাইজারের আব্দুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেন মরক্কোর ইসমায়েল সাইবারি। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আসে আয়ুব এল কাবি, হামজা ইগামানে আজ্জেদিন উনাহির পা থেকে।

এই জয়ে টানা ছয় ম্যাচ শেষে মরক্কোর সংগ্রহ দাঁড়াল পূর্ণ ১৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা তানজানিয়ার চেয়ে তারা এগিয়ে পয়েন্টে। ফলে হাতে থাকা দুই ম্যাচ বাকি থাকতেই সপ্তমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত হলো তাদের।

কাতার বিশ্বকাপেই ইতিহাস গড়েছিল মরক্কো। তারা ছিল প্রথম আফ্রিকান দল যারা সেমিফাইনালে পৌঁছেছিল। সে আসরে ক্রোয়েশিয়া বেলজিয়ামকে পিছনে ফেলে নকআউটে উঠে স্পেন পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে যায় তারা। তবে শেষ চারে হেরে যায় ফ্রান্সের কাছে।

নাইজারের বিপক্ষে গোল পাওয়া পাঁচজনের মধ্যে কেবল উনাহি ছিলেন ২০২২ সালের বিশ্বকাপ দলে। কোচ ওয়ালিদ রেগরাগুই এরপর থেকে দলে এনেছেন নতুন মুখ। তাদের মধ্যে অন্যতম পিএসভি আইন্দোভেনের খেলোয়াড় সাইবারি, যিনি জোড়া গোল করে নজর কাড়েন।

কায়রোতে মিশর - গোলে হারিয়েছে ইথিওপিয়াকে। গোল দুটি করেছেন মোহামেদ সালাহ ওমর মারমুশ।

জুবায় কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র - গোলে হারিয়েছে দক্ষিণ সুদানকে। গোল করেন নিউক্যাসলের ইয়োয়ানে উইসা।

দক্ষিণ আফ্রিকা লেসোথোকে - গোলে হারিয়ে শীর্ষে আছে। এছাড়া গাম্বিয়া - গোলে চমক দেখিয়েছে কেনিয়ার বিপক্ষে।



banner close
banner close