২০২৬ বিশ্বকাপ ইউরোপীয় বাছাইপর্বে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফ্রান্স। পোল্যান্ডের মাঠে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল করেছেন মাইকেল ওলিসে ও কিলিয়ান এমবাপে।
শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ফ্রান্সকে এগিয়ে দেন ওলিসে। বার্কোলার পাস পেয়ে বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি তার পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধে ফ্রান্সের আক্রমণ আরও ধারালো হয়। তবে ইউক্রেনও ভালো লড়াই করেছে। এক পর্যায়ে তাদের একটি হেড ফরাসি গোলরক্ষককে ফাঁকি দিলেও ডিফেন্ডার কোনাতে গোললাইন থেকে বল ক্লিয়ার করে দেন। পরক্ষণেই ইউক্রেনের আরেকটি হেড বল লাগে পোস্টে।
৮২তম মিনিটে ফ্রান্সের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে। চুয়ামেনির পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন তিনি। এই গোলের মাধ্যমে এমবাপে ফ্রান্সের হয়ে ৫১তম আন্তর্জাতিক গোল করলেন, থিয়েরি অঁরির পাশে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখালেন। তালিকার শীর্ষে রয়েছেন অলিভিয়ে জিরু।
ম্যাচে ফ্রান্স ৫৬ শতাংশ বল দখলে রেখে নেয় ১৬টি শট, যার ছয়টি ছিলো লক্ষ্যে। ইউক্রেন নেয় আটটি শট, তিনটি লক্ষ্যে থাকলেও গোলের দেখা মেলেনি।
দারুণ এই জয়ে ইউরোপীয় বাছাইপর্বে আত্মবিশ্বাসী সূচনা করলো দিদিয়ের দেশমের দল।
আরও পড়ুন:








