কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘সেরা উদ্যোক্তা’ (Best Entrepreneur) হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল ক্রীড়া গণমাধ্যম বিডিক্রিকটাইম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাবেদ আলী।
সম্প্রতি মালয়েশিয়ায় আয়োজিত এক বর্ণাঢ্য আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ডিজিটাল ক্রীড়া সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
২০১৫ সালে একটি ক্ষুদ্র উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে বিডিক্রিকটাইম। আজ তা বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
বর্তমানে প্ল্যাটফর্মটির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। কেবল বাংলাদেশেই নয়, গোটা দক্ষিণ এশিয়ায় ক্রিকেটপ্রেমীদের কাছে এটি একটি নির্ভরযোগ্য নাম।
বিডিক্রিকটাইম সফলভাবে কভার করেছে বিশ্বকাপ, এশিয়া কাপসহ বহু আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্ট। পাশাপাশি, এটি দেশের প্রথম লাইভ ক্রিকেট স্কোরিং অ্যাপ চালু করেছে, যা ক্রীড়াপ্রেমীদের জন্য একটি যুগান্তকারী উদ্ভাবন হিসেবে বিবেচিত হচ্ছে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে জাবেদ আলী বলেন, “এই সম্মান বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমীর ভালোবাসা আর বিশ্বাসের প্রতিফলন। বিডিক্রিকটাইম শুরু হয়েছিল নিছক ভালোবাসা থেকে, আজ তা দেশের ক্রীড়াপ্রেমীদের আস্থার প্রতীক। এই অর্জন আমার একার নয়, এটি আমাদের টিম ও সকল পাঠক-দর্শকের।”
তিনি আরও বলেন, “এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যে আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাবো।”
এর আগেও বিডিক্রিকটাইম স্বীকৃতি পেয়েছে জাতীয় পর্যায়ে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে ‘মিডিয়া ও বিনোদন’ বিভাগে প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক এই পুরস্কার বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করবে এবং অনলাইনভিত্তিক মিডিয়া উদ্যোগগুলোর জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
আরও পড়ুন:








