বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইপর্বের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির পছন্দ অনুযায়ী ঐতিহাসিক মারাকানায় অনুষ্ঠিত এই ম্যাচে গোল করেন তরুণ এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস।
ম্যাচজুড়ে পূর্ণ নিয়ন্ত্রণ ছিলো সেলেসাওদের। ব্রাজিল ৬৪ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয়, যার মধ্যে সাতটি ছিলো লক্ষ্যে। বিপরীতে চিলির মাত্র ৩টি শটই ছিলো অপ্রভাবশালী। ম্যাচের প্রথমার্ধেই গোলের খাতা খুলে দেন ১৭ বছর বয়সী এস্তেভাও, যিনি পেলের পর সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে গোল করার কীর্তি গড়েন।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা লুইস হেনরিক দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তার ড্রিবলিং ও পাস থেকেই দুটি গোল আসে—একটি হেডে পাকেতা ও অপরটি গুইমারেসের পা ছুঁয়ে। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরা ওয়েস্ট হ্যামের পাকেতার এই পারফরম্যান্স ছিল দর্শকদের জন্য বিশেষ আনন্দের।
এই জয়ের মাধ্যমে চিলির বিপক্ষে ব্রাজিলের জয়ের সংখ্যা দাঁড়ালো ৫৩, যা নির্দিষ্ট এক দলের বিপক্ষে সর্বোচ্চ জয় হিসেবে আগেই রেকর্ড গড়েছিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:








