বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামছেন মেসি, সংবাদ সম্মেলনে কাঁদলেন স্কালোনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৫৮

শেয়ার

ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামছেন মেসি, সংবাদ সম্মেলনে কাঁদলেন স্কালোনি
ছবি সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল শুক্রবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচটি ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে আটবারের ব্যালন ডিঅরজয়ী লিওনেল মেসির শেষ ম্যাচ। তাই ম্যাচটিতে জয় ছাড়া কিছুই চিন্তা করছে না আলবিসেলেস্তেরা। ম্যাচটিকে বিশেষ উল্লেখ করে এদিন পুরো পরিবার নিয়ে মাঠে হাজির হবেন মেসি।

সেটিকেই ‘শেষ কথা উল্লেখ করে এই মহাতারকার উত্তরসূরী ও আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন লিওনেল স্কালোনি। এক সময় তিনি ছিলেন মেসির জাতীয় দল সতীর্থ, আর এরপর কোচের ভূমিকায় জুটি বেঁধে জিতেছেন বহুল আরাধ্য (২০২২) বিশ্বকাপ ট্রফি। ফেলে আসা সময়ের স্মৃতিচারণা করতে গিয়েই স্কালোনি কেঁদে চোখ ভেজালেন। বলেছেন, মেসির উত্তরসূরি পাওয়া সম্ভব নয়, তিনি অতুলনীয়।

ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ কি না এমন প্রশ্নে বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেন, ‘এখানে সে (মেসি) আসার পর কথা বলেছি, তবে এই ম‍্যাচ নিয়ে নয়। সে ইতোমধ‍্যে এটা নিয়ে যা বলেছে সেটাই শেষ কথা। এটা নিয়ে আর কিছু বলছি না। লিওর কথামতে এটা বিশেষ একটা ম‍্যাচ হতে যাচ্ছে, আবেগের এবং সুন্দর। যদি সত‍্যিই এখানে বিশ্বকাপ বাছাইয়ে তার শেষ ম‍্যাচ হয়, তাহলে আমাদের এটা উপভোগ করতে হবে। শুরুটা হবে আমাকে দিয়ে। তাকে পাওয়াটা আমাদের জন‍্য আনন্দের। আশা করি, মানুষ স্টেডিয়ামে যাবে এবং সে নিজেও উপভোগ করবে, কারণ এটা তার প্রাপ‍্য।

বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। ইতোমধ্যেই তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সমান ২৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ইকুয়েডর আছে দুইয়ে, আর ব্রাজিল আছে তিনে।



banner close
banner close