এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েত ট্রাই স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তবে ম্যাচটি কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না।
যুবাদের জন্য এশিয়ান কাপ এখনও হতাশার স্মৃতি বহন করছে। আগের ছয় আসরে ১৮ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। এবার সপ্তমবারের মতো মূল পর্বে খেলার স্বপ্ন নিয়ে ভিয়েতনামে মাঠে নামছে লাল-সবুজের তরুণরা।
ভিয়েতনামের বিপক্ষে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুটিতেই হেরেছে। এবারও শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
ম্যাচের আগের দিন দলে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম। তবে তার খেলার সম্ভাবনা কম। অন্যদিকে জ্বরে আক্রান্ত হওয়ায় কোচ সাইফুল বারী টিটুর ডাগ আউটে দাঁড়ানো নিয়েও অনিশ্চয়তা রয়েছে। প্রয়োজনে দায়িত্ব নিতে পারেন সহকারী কোচ হাসান আল মামুন।
আরও পড়ুন:








