বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

খেলার মাঠে ডিম পেড়েছে পাখি, এক মাসের জন্য খেলা নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১৯

শেয়ার

খেলার মাঠে ডিম পেড়েছে পাখি, এক মাসের জন্য খেলা নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় একটি খেলার মাঠ এক মাসের জন্য বন্ধ করেছে সেদেশের কর্তৃপক্ষ। একটি সংরক্ষিত প্রজাতির পাখি মাঠের ঠিক মাঝ বরাবর ডিম পাড়ায় নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা জানতে পারেন, মাঠের একদম মাঝখানে এক প্লোভার পাখি ডিম দিয়েছে। এর ফলে তাদের ম্যাচ সরিয়ে নেয়া হয় পাশের আরেকটি মাঠে।

প্লোভার পাখি সাধারণত ডিম দেয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে।

স্থানীয় কাউন্সিল জানায়, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার ডিম দিয়েছে। যে কারণে স্থানীয় বন্য প্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেয়া হয়েছে। এমন সিদ্ধান্ত নেয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল।



banner close
banner close