বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে পরিচালক পদে লড়বেন তিনি। এরপর সমর্থন পেলে সভাপতি হওয়ার বিষয়টি বিবেচনা করবেন।
তামিম বলেন, “ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হয়। তাই আমি পরিচালক পদে নির্বাচন করছি। এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই, তবে সমর্থন পেলে বিবেচনা করবো।’
ইতোমধ্যে দুই ক্লাবে বিনিয়োগ করেছেন তামিম, যেখান থেকে তিনি কাউন্সিলর হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। তার মতে, সময় এসেছে এমন প্রার্থী বেছে নেয়ার, যারা সত্যিই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে।
উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০২১ সালের অক্টোবরে। গঠনতন্ত্র অনুযায়ী, আগামী সাত অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন:








