সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন প্রবাসী বাংলাদেশিদের তিলাফুশি ফুটবল ক্লাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ০৬:৫৫

শেয়ার

ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন প্রবাসী বাংলাদেশিদের তিলাফুশি ফুটবল ক্লাব
মালদ্বীপে আয়োজিত পাঁচ দেশীয় ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের জয়

মালদ্বীপে আয়োজিত পাঁচ দেশীয় ফুটসাল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের দল তিলাফুশি ফুটবল ক্লাব (টিএফসি) ফাইনালে তারা - গোলে শ্রীলঙ্কা লায়ন্সকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে।

শুক্রবার (২৯ আগস্ট) দেশটির বাণিজ্যিক শহর মালের লেগুনস ফুটসাল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় টিএফসি সেমিফাইনালে ভারতীয় দলকে - গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালেও একই ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রবাসী বাংলাদেশিরা টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে।

রয়েল টাইগার ক্লাব (ভারত) প্রবাসী বাংলাদেশিদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই জমকালো দিবারাত্রির ফুটসাল টুর্নামেন্টে মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, নেপাল শ্রীলঙ্কাসহ মোট ২২টি দল অংশ নেয়। পুরো টুর্নামেন্টজুড়ে ছিল প্রবাসী দর্শকদের বিপুল উৎসাহ উদ্দীপনা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমপি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ লতিফ। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক আহমেদ সোহেল, রানার্সআপ দলের অধিনায়ক ইজাম এবং ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ পুরস্কারজয়ী মো. আসিফ-এর হাতে ট্রফি নগদ প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অন্যান্য দেশের দর্শক উপস্থিত হন। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসের মাটিতে ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব পারস্পরিক সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



banner close
banner close