সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বিপিএলে সুযোগ চান ডাচ ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ০৯:১৬

শেয়ার

বিপিএলে সুযোগ চান ডাচ ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও সেখানে ডাচ ক্রিকেটারদের অংশগ্রহণ এখনো খুব সীমিত। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ রায়ান কুক।

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করলেও ফ্র্যাঞ্চাইজি লিগে আমাদের খেলোয়াড়দের বেশি দেখা যায় না। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজটি আমাদের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ। আশা করি, এই পারফরম্যান্স বিপিএলের দরজা খুলে দেবে।’

পূর্ণ সদস্য দেশ না হওয়ায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ক্যালেন্ডারও সীমিত। বছরে মাত্র ১২টি বাধ্যতামূলক ম্যাচ খেলার সুযোগ মেলে তাদের। ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ পেছানোয় সেই ফাঁকে সুযোগ পায় ডাচরা।

কুক আরও বলেন, ‘সহযোগী দেশের বাস্তবতাই এমন। তাই অন্য দেশের মাটিতে খেলার সুযোগ আমাদের জন্য অনেক মূল্যবান। আমরা সব সময় আমাদের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে উৎসাহিত করি।’

বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নেদারল্যান্ডস। শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে প্রথম ম্যাচ। এই সিরিজে জয় ছাড়াও নিজেদের যোগ্যতা প্রমাণে মরিয়া ডাচ ক্রিকেটাররা।



banner close
banner close