রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জার্সিতে নাম পরিবর্তন করলেন হালান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ২১:৫৩

আপডেট: ২৮ আগস্ট, ২০২৫ ২১:৫৪

শেয়ার

জার্সিতে নাম পরিবর্তন করলেন হালান্ড
হালান্ড। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড এবার জাতীয় দলের জার্সিতে পরিবর্তন আনলেন নিজের নামের অক্ষরে। নরওয়ের জার্সিতে আর শুধু ‘হলান্ড নয়, এবার লেখা থাকবে তার পুরো পদবি ‘ব্রট হালান্ড

আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একটি প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। এরপর ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে মলদোভার মুখোমুখি হবে তারা। এবারের বাছাইপর্বে গ্রুপ ‘আই-তে নরওয়ের প্রতিপক্ষ ইতালি, ইসরায়েল, এস্তোনিয়া ও মলদোভা।

জাতীয় দলের হয়ে এ স্ট্রাইকারের রেকর্ড বেশ ভালো। এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ৪২টি গোল করেছেন তিনি। তবে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ এখনও হয়নি হালান্ডের। তাই নরওয়েকে বিশ্বকাপে তুলতে তিনি মুখিয়ে আছেন। বিশ্বমঞ্চে জায়গা পেতে অপেক্ষায় গোটা নরওয়ে, আর তাদের সবচেয়ে বড় আশা সেই ব্রট হালান্ড।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শুরুটা দারুণ হয়েছে হালান্ডের। উদ্বোধনী দিনেই উলভসের বিপক্ষে জোড়া গোল করেন তিনি।



banner close
banner close