সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সিপিএলে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়েও জিততে পারলো না অ্যান্টিগা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১১:৪০

শেয়ার

সিপিএলে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়েও জিততে পারলো না অ্যান্টিগা
ছবি: সংগৃহীত

সিপিএলে নিজের প্রথম চার ওভার কোটা পূর্ণ করলেন সাকিব আল হাসান। নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র এক উইকেট নিলেও দল জেতাতে পারেননি অভিজ্ঞ এই অলরা উন্ডার। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স হারে আট উইকেট ও আট বল হাতে রেখে।

ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অ্যান্টিগা সংগ্রহ করে সাত উইকেটে ১৪৬ রান। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ওপেনার জুয়েল অ্যান্ড্রু করেন ৩১ বলে ৪০ রান। মিডল অর্ডারে ইমাদ ওয়াসিম (২৫ বলে ৩৭) ও উসামা মির (২৬ বলে ৩৪) কিছুটা লড়াই করেন।

সাকিব ব্যাট হাতে ১৪ বলে ১৩ রানে আউট হন। বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন একটি উইকেটত্রিনবাগোর ওপেনার কলিন মানরোকে ফেরান তিনি।

জবাবে ব্যাট করতে নেমে ত্রিনবাগো সহজেই লক্ষ্য তাড়া করে ফেলে। কেসি কার্টি ও অ্যালেক্স হেলস ৮৭ রানের জুটি গড়ে জয়ের পথ সুগম করেন। হেলস মাত্র ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি করে যান ৫২ বলে। পুরান ১১ বলে ২৩ রানে ঝড়ো ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।

ত্রিনবাগোর পক্ষে আমির নেন সর্বোচ্চ তিন উইকেট, রাসেল ও আকিল হোসেন দুইটি করে উইকেট শিকার করেন।

এই হারের পরও সাত ম্যাচে তিন জয় নিয়ে অ্যান্টিগা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তবে তাদের চেয়ে কম ম্যাচ খেলা ত্রিনবাগোও ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে।



banner close
banner close