বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। সময়সীমার মধ্যে প্রক্রিয়া শেষ না হলে ভারতীয় ফুটবলে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
মঙ্গলবার রাতে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে পাঠানো এক যৌথ চিঠি পেয়েছেন এআইএফএফ প্রধান কল্যাণ চৌবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বারবার সময়সীমা বাড়ানো সত্ত্বেও নতুন সংবিধান চূড়ান্ত করা হয়নি। বিষয়টি প্রথমবার সুপ্রিম কোর্টে ওঠে ২০১৭ সালে। এরপর থেকে প্রশাসনিক জটিলতা ও দেরির কারণে ভারতীয় ফুটবলে “অসহনীয় শূন্যতা ও আইনি অনিশ্চয়তা” তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে ফিফা।
ফিফা স্পষ্ট করেছে, নতুন সংবিধান তৈরি ও নির্বাচনী প্রক্রিয়া স্বাধীনভাবে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ভারত সরকারসহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। নির্দেশ অমান্য হলে বিষয়টি ফিফার শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে এবং নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।
কল্যাণ চৌবে জানিয়েছেন, ফিফার পাঠানো চিঠি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীকে অবহিত করা হবে। দ্রুত রায় প্রদানের জন্যও শীর্ষ আদালতের প্রতি অনুরোধ জানানো হবে। উল্লেখ্য, নতুন ক্রীড়া নীতি মেনে সংবিধান তৈরির জন্যই সম্প্রতি আদালত রায় ঘোষণায় দেরি করেছে।
এর আগে ২০২২ সালের ১৬ আগস্ট প্রশাসক কমিটির হাতে এআইএফএফ-এর নিয়ন্ত্রণ চলে গেলে ফিফা “তৃতীয় পক্ষের হস্তক্ষেপ” অভিযোগে ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করেছিল। তবে ১৫ দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং পরে নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন কল্যাণ চৌবে।
বিশ্লেষকদের মতে, যদি এবারও সংবিধান প্রণয়ন ও নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হয়, তবে ভারতের জাতীয় দল ও ক্লাবগুলোর আন্তর্জাতিক অংশগ্রহণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। একইসঙ্গে দেশটির ফুটবলের সামগ্রিক অগ্রযাত্রায় বড় ধাক্কা লাগতে পারে।
আরও পড়ুন:








