রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৪:৫৩

শেয়ার

সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ
ছবি: সংগৃহীত

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজটি মাঠে বসে সর্বনিম্ন ১৫০ টাকায় উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

সিরিজের তিন ম্যাচই বসবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। কুড়ি কুড়ির সিরিজের বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর।

এই সিরিজ কেন্দ্র করে বিসিবি অনলাইনে টিকিটের ব্যবস্থা করেছে। দর্শকরা চাইলে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন বিসিবির ওয়েবসাইট gobcbticket.com.bd কিংবা অফিসিয়াল বিসিবি টিকিট অ্যাপ থেকে।

বিসিবি জানিয়েছে, শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকায় ১৫০ খরচ করেই খেলা দেখতে পারবেন দর্শকরা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।

ক্লাব হাউস (ব্লক এ১ - ই১) থেকে খেলা দেখতে চাইলে দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার এই তিন জায়গায় টিকিটের মূল্য ২ হাজার টাকা করে।



banner close
banner close