বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১০:৪৯

শেয়ার

লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ শুরু করলো আর্সেনাল। প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর এবার ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। তবে বড় এই জয়ের মাঝেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় বুকায়ো সাকা ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চোট।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে কিছুটা ধীরগতির শুরু হলেও ৩৪ মিনিটে জুরিয়েন টিম্বারের হেড থেকে এগিয়ে যায় গানাররা। কর্নার থেকে ডেকলান রাইসের পাঠানো বল কাজে লাগিয়ে গোলটি করেন ডাচ ডিফেন্ডার। চোট পেয়ে মাঠ ছাড়েন ওডেগার্ড, যিনি নিজের ২০০তম ম্যাচ খেলছিলেন আর্সেনালের জার্সিতে।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাকা নিজের সৃজনশীলতার জানান দেন ডান দিক থেকে টিম্বারের বাড়ানো বল কেটে নিয়ে দুর্দান্ত শটে জালের টপ কর্নারে পাঠিয়ে ব্যবধান বাড়ান। বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে আর্সেনাল।

৪৮ মিনিটে ভিক্টর ইয়োকেরেস আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন, বাঁ দিক থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন। এর কিছুক্ষণের মধ্যেই সাকাও চোট পেয়ে মাঠ ছাড়েন, যা আরও চিন্তায় ফেলতে পারে কোচ আর্তেতাকে।

তবে চোটের ধাক্কা দলকে থামাতে পারেনি। ৫৬ মিনিটে টিম্বার কর্নার থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন। এরপর ইতিহাস গড়ে মাঠে নামেন ১৫ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্স ডাউম্যান।

যোগ করা সময়ে ডাউম্যানের ফাউলের কারণে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইয়োকেরেস, আর তাতেই ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করে আর্সেনাল।



banner close
banner close