বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ক্রিকেট ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন ব্রিটজকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ১৬:১৫

শেয়ার

ক্রিকেট ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন ব্রিটজকে
ম্যাথু ব্রিটজকে। ‍ছবি : সংগৃহীত

রেকর্ড যেন হাতছানি দিচ্ছে ম্যাথু ব্রিটজকেকে। মাত্র চারটি ওয়ানডে খেলেই গড়েছেন একের পর এক কীর্তি। আর এবার এমন রেকর্ড করেছেন, যা ক্রিকেট ইতিহাসে আগে কোনো ব্যাটসম্যানের পক্ষে সম্ভব হয়নি।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্রিটজকে খেলেছেন ৮৮ রানের ইনিংস। এর মাধ্যমেই তিনি হয়ে গেলেন ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান, যিনি ক্যারিয়ারের প্রথম চার ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন।

অভিষেকে (ফেব্রুয়ারি, নিউজিল্যান্ডের বিপক্ষে, লাহোরে) করেন ১৫০ রানভেঙে দেন ডেসমন্ড হেইন্সের রেকর্ড (অভিষেকে ১৪৮)

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ৮৩ রান। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৫৭ রান।

চতুর্থ ইনিংসে শুক্রবার খেললেন ৮৮ রানের দারুণ ইনিংস।

এখন পর্যন্ত মাত্র চার ইনিংসে তার মোট রান ৩৭৮, যেখানে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা (২৮০ রান)

মাত্র ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে ঘিরে এখন নতুন প্রত্যাশাএগিয়ে গিয়ে কত বড় মাইলফলক ছুঁতে পারেন তিনি।



banner close
banner close