বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

জয় দিয়ে নতুন মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১০:০১

শেয়ার

জয় দিয়ে নতুন মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের
ছবি: সংগৃহীত

শিরোপাহীন এক মৌসুম শেষে নতুন করে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসো এবং বেশ কয়েকটি নতুন সাইনিংয়ে তাদের লা লিগার শুরুটা অবশ্য মন্দ হয়নি। তবে দাপুটে পারফরম্যান্সের পরও লস ব্লাঙ্কোসরা জিতেছে কিলিয়ান এমবাপের একমাত্র পেনাল্টি গোলে। ১-০ গোলে তারা ওসাসুনাকে হারিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে ৭১ শতাংশ বল দখলে ছিল স্বাগতিক রিয়ালের। ৫১ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙা গোলটি করেন রিয়ালের আইকনিক ১০ নম্বর জার্সি গায়ে তোলা ফরাসি ফরোয়ার্ড এমবাপে।

এদিন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং ডিফেন্ডার আনহেল কারেরাসের অভিষেক করান কোচ আলোনসো। দুজনই মাঠের উপস্থিতিতে বেশ নজর কেড়েছেন। বিশেষ করে আর্জেন্টিনার ১৮ বছর বয়সী মিডফিল্ডার যে সম্ভাবনা নিয়ে এসেছেন, তার একঝলক দেখা গেছে অভিষেক ম্যাচেই। শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলতে নামা ওসাসুনাকে আরও চেপে ধরে রিয়াল। যদিও বেশ কয়েকটি শট নিয়ে স্বাগতিকরা গোলরক্ষক সার্জিও হেরেরাকে পরাস্ত করতে পারেনি। বিশেষত ডিন হুইজসেন ও এডার মিলিটাওয়ের জোরালো শট ঠেকান তিনি।

সবমিলিয়ে গোলের দেখা পেতে রিয়ালকে ৫১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এমবাপেকে নিজেদের বক্সে ফাউল করেন ওসাসুনার হুয়ান ক্রুস। রেফারির পেনাল্টির সিদ্ধান্তে সফরকারীরা জোরালো প্রতিবাদ জানায়। পরে ভিএআরেও বহাল থাকে সেই সিদ্ধান্ত। সফল স্পটকিকে ফরাসি ফরোয়ার্ড রিয়ালকে এগিয়ে নেন। এবার মৌসুমের প্রথম ম্যাচেই গোল করলেন গত আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে।

দানি কারভাহাল ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে কিছুক্ষণ পর বদলি নামান জাবি আলোনসো। এর আগে আর্দা গুলারের জোরালো শট লক্ষ্য মিস করে যায়। ওসাসুনাও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন সফরকারী দলের আবেল ব্রিটনেস। বাকি কয়েক মিনিটের জন্য ওসাসুনা ১০ জনের দলে পরিণত হয়। বিপরীতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।



banner close
banner close