বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

জাপানে ১-০ গোলে বিকেএসপি ফুটবল দলের জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫ ১২:৫২

আপডেট: ১৪ আগস্ট, ২০২৫ ১২:৫৩

শেয়ার

জাপানে ১-০ গোলে বিকেএসপি ফুটবল দলের জয়
ছবি: সংগৃহীত

বিকেএসপি অনুর্ধ-১৭ ফুটবল দল জাপানের ফুকুওয়ার টকাই বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণমূলক অনুর্ধ-১৭ ফেস্টিভ্যালে খেলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ফুকুওয়ার গ্লোবাল অ্যারেনা মাঠে টকাই বিশ্ববিদ্যালয় হাই স্কুল দলকে ১-০ গোলে হারায় বিকেএসপি। ম্যাচের ৭০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন রিফাত কাজী।

বৃহস্পতিবার প্রথমার্ধে বিকেএসপি খানিকটা রক্ষণাত্মক খেলেছে। দ্বিতীয়ার্ধে খেলার কৌশল বদলে আক্রমণ বাড়িয়ে গোল পায়। রিফাত কাজী জয়ের নায়ক হলেও গোলরক্ষক আলিফ কয়েকটি সেভ করেছেন। বিকেএসপির প্রীতি ম্যাচ হলেও কিশোর ফুটবলারদের উৎসাহ দিতে জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা মাঠে এসেছিলেন। বিকেএসপির ফুটবল কোচ হাসান আল মাসুদ জাপান থেকে এ সকল তথ্য দেন।

বৃহস্পতিবার কোচ মাসুদের জন্মদিন। কোচের জন্মদিনে খেলোয়াড়রা জয় উপহার দিয়েছেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান সহকারী কোচ হাসান আল মামুনের ভাই হাসান আল মাসুদ।

বিকেএসপি সাধারণত ভারতে সুব্রত কাপে ফুটবলারদের পাঠাতো। এবারই প্রথম উন্নত পরিবেশে খেলে ফুটবলারদের মান উন্নয়নের জন্য জাপানে পাঠিয়েছে ।



banner close
banner close