বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

রোনালদোর সঙ্গে বাগদানের ঘোষণা জর্জিনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১০:৩৬

শেয়ার

রোনালদোর সঙ্গে বাগদানের ঘোষণা জর্জিনার
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বেশ অনেক বছর ধরেই প্রেম করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মধ্যে তাদের ঘর আলো করে এসেছে দুই সন্তান। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন পর্তুগিজ মহাতারকা। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন জর্জিনা রদ্রিগেজ। সেখানে দেখা যায়, রোনালদোর হাতের উপর তার হাত রাখা আর জর্জিনার আঙুলে একটি আংটি। সেই পোস্টে জর্জিনা লিখেছেন, ‘হ্যা আমিও রাজি, আমার পরবর্তী জীবনের জন্য।’

জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০-১৫ ক্যারেটের বেশি এবং মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারেরও উপরে। এর আভিজাত্য সবার নজর কেড়েছে।

৪০ বছর বয়সি রোনালদো আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’

অবশেষে সেই মুহূর্ত এসে গেলো, আংটির ঝলকানিতে স্বপ্ন বাস্তবে রূপ নিলো।

২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট ছিলেন জর্জিনা। সেখানেই প্রথম দেখা হয় তার সঙ্গে রোনালদোর। সেখান থেকে শুরু হওয়া সম্পর্ক এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রেমকাহিনিতে পরিণত হয়েছে।

এখন রোনালদো ও জর্জিনা কবে শুভ পরিণয়ে আবদ্ধ হবেন, সেদিকেই চোখ থাকবে সবার। রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠানটা নিশ্চিতভাবে মনে রাখার মতোই একটা ঘটনা হতে যাচ্ছে।



banner close
banner close