বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

বিসিবির পাওনা ৪৬ কোটি টাকা নিয়ে মুখ খুললেন চিটাগং কিংস মালিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ১৯:২৩

আপডেট: ১১ আগস্ট, ২০২৫ ১৯:৪৪

শেয়ার

বিসিবির পাওনা ৪৬ কোটি টাকা নিয়ে মুখ খুললেন চিটাগং কিংস মালিক
ছবি সংগৃহীত

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিল চিটাগং কিংস। কিছুদিন আগে কিংসের বিরুদ্ধে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। বিষয়টি ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামির কাদের নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যদিও এই সমস্যা সমাধানে বেশ কয়েকবার চেষ্টা করেও বিসিবির সঙ্গে আলোচনায় বসতে পারেননি বলে অভিযোগ সামিরের।

আজ বিসিবি যোগাযোগ করেছে, দ্রুতই আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। গণমাধ্যমকে সামির কাদের বলেন, 'আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড পরিচালকদের সঙ্গে। উনারা আমাকে নিশ্চিত করেছেন যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে।'

আলোচনায় বসতে চাওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে সামির বলেন, 'এখন যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছেই যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর যে নিজ থেকে তারা এখন আমাকে ডাকছে আলোচনায় বসার জন্য।'

বিসিবি কী সত্যিই ৪৬ কোটি টাকা পাবে? এমন প্রশ্নে সামির বলেন, 'মজার বিষয় হলো এই ফিগারটা ৪৬ কোটি টাকার। এটা না ওনাদের (বিসিবি) কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ৪৬ কোটি টাকা। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তোবা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই। আমার কাছেও নেই।'

চিটাগং কিংসের এই মালিক আরও বলেন, 'আমি একবার নয়, বহুবার জানিয়েছি। বহুবার জানিয়েছি। তার মানে বিসিবি আমি কেন বলছি তা হলোযখন আমি জানিয়েছি, তখন দুর্ভাগ্যজনকভাবে তাদের জন্য, আর দুর্ভাগ্যজনকভাবে আমার জন্যও, বিষয়টি তাদের জানা ছিল না। তারা বিষয়টি জানতই না। তো এখন অজান্তেই আমাকে ৪৬ কোটি টাকার একটি নোটিশ দিয়ে দিয়েছে।'

তিনি আরও বলেন, 'আমি নোটিশটা পেয়েছি প্রায় মাসখানেক হয়েছে। আজকে মাসখানেক হয়েছে। তো আমার তরফ থেকে কিন্তু আমি কিছু বলিনি। আমি যেমন আজকে বলছি আপনাদের সামনে কথাটা। কিন্তু তাদের তরফ থেকেই বলা হয়েছে যে ৪৬ কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছে।'



banner close
banner close