দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এই আসরকে সামনে রেখে নিজের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। বলতে গেলে এই সিরিজের স্কোয়াডই এশিয়া কাপের বিমানে উঠবে। তাই এই সিরিজের আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস টার্ফে সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলেছে তাদের ফিটনেসের টেস্ট।
জানা গেছে, দুই ভাগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়েছে। এর মধ্যে প্রথম ভাগে ১১ জনের মধ্যে প্রথম হয়েছেন নাহিদ রানা আর পরেরটিতে ১৫ জনের মধ্যে এক নম্বর তানজিম হাসান সাকিব।
১৬০০ মিটার কোনো বিরতি ছাড়া দৌড়াতে হয়েছে। নাহিদ রানার লেগেছে ৫ মিনিট ৩১ সেকেন্ড, তানজিম সাকিব দৌড় শেষ করেছেন ৫ মিনিট ৫৩ সেকেন্ডে।
দুই-একজন ছাড়া বাকিদের সবাই মোটামুটি সন্তোষজনকভাবে ফিটনেস টেস্টে উতরে গেছেন। এই টেস্টে ছিলেন না টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও তাওহীদ
ফিটনেস ক্যাম্পে হাজির ছিলেন টেস্ট দলের কয়েকজনও। সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, হাসান মুরাদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, অমিত হাসান ও পেসার এনামুল হককে দেখা গেছে জাতীয় স্টেডিয়ামে। টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের সঙ্গে ফিটনেস টেস্ট দিয়েছেন তারা।
আগামী বুধবার মিরপুরে ফিটনেস ক্যাম্পের জন্য রিপোর্টিং করবেন ক্রিকেটাররা। ১৫ আগস্ট থেকে মিরপুরেই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্কিল ক্যাম্প শুরু হবে। সেখান থেকে ২০ আগস্ট সিলেট যাবে দল। এই প্রাথমিক স্কোয়াড থেকেই গড়া হবে ডাচদের বিপক্ষে সিরিজের দল।
এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শামিম হোসেন পাটওয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, তানভীর
ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অংকন।
আরও পড়ুন:








