শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ভারতকে ৭৩ রানে অলআউট করে বড় জয় অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ২১:০৮

শেয়ার

ভারতকে ৭৩ রানে অলআউট করে বড় জয় অস্ট্রেলিয়ার
ছোবী: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ভালো যাচ্ছে না ভারত ‘এ’নারী দলের। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া ‘এ’নারী দলের কাছে হেরেছে তারা। ১১৪ রানে হারের ম্যাচে মাত্র ৭৩ রানে অল আউট হয়েছে শেফালি বর্মারা।

‘এ’দলের ম্যাচ হওয়ায় ভারতের অনেক তারকা ক্রিকেটারই দলে ছিলেন না। বোলিং আক্রমণেও ছিল ঘাটতি। দলের অধিনায়ক ছিলেন রাধা যাদব। অস্ট্রেলিয়া দলও এভাবেই একাদশ সাজিয়েছে। অ্যালিসা হিলি খেললেও অধিনায়ক ছিলেন নিকোল ফালটুম।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া ‘এ’। হিলি ৪৪ বলে ৭০ রান করেন। অপর ওপেনার টাহিলা উইলসন করেন ৪৩ রান। প্রেমা রাওয়াত ছাড়া ভারতের কোনো বোলার উবিধা করতে পারেননি। অধিনায়ক রাধা ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন। প্রেমা ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার উমা ছেত্রী ডাক মেরে আউট হন। রিচা না খেলায় প্রথম একাদশে খেলেছেন উমা। পরের ওভারে ৩ রান করে ফেরেন শেফালি। এই দলে তিনিই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। রান তাড়া করার দায়িত্ব তার কাঁধে ছিল। কিন্তু আরও এক বার ব্যর্থ শেফালি।

নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় য়ার ম্যাচে ফিরতে পারেনি ভারত। ১১ জনের মধ্যে ভারতের দুই ব্যাটার দুই অঙ্কে পৌঁছেছেন। বৃন্দা দীনেশ ২১ ও শেষ দিকে মিন্নু মণি ২০ রান করেছেন। এ ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৩ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কিম গার্থ। শেষ পর্যন্ত ১৫.১ ওভারে ৭৩ রানে অল আউট হয়ে যায় ভারত।



banner close
banner close