শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সাবেক তারকা ফুটবলার জর্জ কস্তার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৩:৫৩

শেয়ার

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সাবেক তারকা ফুটবলার জর্জ কস্তার মৃত্যু
ছবি: সংগৃহীত

ফুটবলের সঙ্গে জর্জ কস্তার সম্পর্কটা যেনো শেষ হয়েও শেষ হচ্ছিলোনা। পোর্তোর সাবেক এই অধিনায়ক খেলোয়াড়ি জীবন শেষেও ফুটবলের সঙ্গেই ছিলেন। পোর্তোর ফুটবল পরিচালক হিসেবে কাজ করছিলেন পর্তুগালের সাবেক এই ডিফেন্ডার। মঙ্গলবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

মঙ্গলবার ক্লাবের ট্রেনিং সেন্টারে অসুস্থ হয়ে পড়েন কস্তা। এর পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তাকে বাঁচানো যায়নি। ৫৩ বছর বয়সে মারা যান তিনি।

পোর্তোর হয়ে টানা পাঁচটি লিগ শিরোপা জয়ী ছয় ফুটবলারের একজন তিনি। স্বদেশের ক্লাবটির হয়ে ১৩ মৌসুম খেলে তিনি শিরোপা জেতেন মোট ২৪টি। ২০০৪ সালে পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অধিনায়ক ছিলেন কস্তা।

পোর্তো এক বিবৃতিতে বলেছে, ‘জর্জ কস্তা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, মাঠের ভিতরে এবং বাইরে, এফসি পোর্তোর মূল্যবোধের প্রতীক ছিলেন। তিনি ছিলেন নিষ্ঠা, নেতৃত্ব, আবেগ এবং অদম্য জয়ের চেতনা। তিনি তার প্রজন্মের সমর্থকদের উপর ছাপ রেখেছিলেন এবং পোর্তিসমোর প্রতীক হয়ে উঠেছিলেন।



banner close
banner close