শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

কলকাতার লক্ষ্য রাহুল, বাস্তবতা যেমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১৮:৫৪

শেয়ার

কলকাতার লক্ষ্য রাহুল, বাস্তবতা যেমন
ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই প্রধান কোচ ও বোলিং কোচকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার অধিনায়কও বদলাতে চাইছে আইপিএলের দলটি। গত আইপিএলে অধিনায়ক হিসেবে ব্যর্থ ছিলেন আজিঙ্কা রাহানে। এবার তাই নতুন কাউকে চাইছে কেকেআর। দলটির প্রাথমিক লক্ষ্য লোকেশ রাহুল। বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যস্ত এ ক্রিকেটার ভাল ফর্মে রয়েছেন। আর তাই আগামী আইপিএলে তার উপর ভরসা করতে চাইছে শাহরুখ খানের দল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এরই মধ্যে দিল্লির সঙ্গে কথা শুরু করেছে কলকাতা। আগামী মৌসুমের আগে ট্রেড উইন্ডোতে রাহুলকে দলে নিতে চাইছে তারা। তবে এখানে একটা সমস্যাও রয়েছে। কলকাতাকেও দিল্লিকে রাহুলের পরিবর্তে একজন ক্রিকেটার দিতে হবে। কিন্তু এই মুহূর্তে কেকেআরে এমন কোনো ক্রিকেটার নেই, যিনি রাহুলের বিকল্প হতে পারেন। ফলে দিল্লি খুব একটা আগ্রহ দেখাচ্ছে না।

গত আইপিএলে অধিনায়ক হিসেবে ব্যর্থ ছিলেন আজিঙ্কা রাহানে।

ট্রেড উইন্ডোতে রাহুলকে নিতে না পারলেও কেকেআরের সামনে একটা সুযোগ থাকবে। যদি পরের মৌসুমের আগে দিল্লি রাহুলকে ছেড়ে দেয় তাহলে নিলামে উঠবেন তিনি। সেখান থেকে কেকেআর তাকে কিনতে পারে। গুঞ্জন আছে আগামী নিলামের আগে ২৩ কোটি ৭৫ লক্ষের ভেঙ্কটেশ আইয়ারকে কলকাতা ছেড়ে দেবে। এমনটা হলে কলকাতার হাতে টাকাও থাকবে।

গত নিলামে রাহুলকে ১৪ কোটি টাকায় নিয়েছিল দিল্লি। ফলে ভেঙ্কটেশকে ছেড়ে দিলে নিলামে রাহুলকে নেওয়ার সম্ভাবনা বাড়বে কেকেআরের।

কলকাতার রাহুলের কথা ভাবার নেপথ্যে রয়েছেন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার। অভিষেক ভারতীয় দলের সহকারী কোচ হওয়ার পর থেকে তার সঙ্গে রাহুলের সম্পর্ক বেশ ভাল। রাহুল নিজেই আইপিএলের সময় জানিয়েছিলেন, সাদা বলের ক্রিকেটে তার উন্নতির নেপথ্যে অভিষেকের বড় ভূমিকা রয়েছে।

প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ভরত অরুণকে ছেড়ে দিয়েছে কেকেআর। অর্থাৎ, আগামী মৌসুমের আগে কেকেআরকে নতুন প্রধান কোচ ও বোলিং কোচের নাম ঘোষণা করতে হবে। সেই তালিকায় যুক্ত হতে পারে অধিনায়কের নামও। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রাহুলকে নিজের দলে শাহরুখ খান আনতে পারেন কি না।



banner close
banner close