শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ, টুর্নামেন্ট সেরা হিমেল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ২১:১০

শেয়ার

ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ, টুর্নামেন্ট সেরা হিমেল
ছবি সংগৃহীত

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে তারা ২-১ গোলে পরাজিত করে ধামরাই উপজেলাকে।

বিজয়ী দলের পক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন হিমেল। খেলা শেষে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এর আগে সেমিফাইনালে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই পর্বে কেরানীগঞ্জ ৩-২ গোলে সাভারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অপরদিকে, কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে ধামরাই ৪-০ গোলে দোহারকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



banner close
banner close