শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

৮–০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৪:০৪

শেয়ার

৮–০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার সেন্ট কিটসে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের দেওয়া ১৭১ রানের লক্ষ্য ৩ উইকেট এবং ১৮ বল হাতে রেখে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে সফরের তিন ম্যাচ টেস্ট সিরিজে সবগুলো জিতেছিল অস্ট্রেলিয়া, ফলে এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারালো অজিরা।

কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়া অবস্থান করছে যৌথভাবে দ্বিতীয় স্থানে। তবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ভারতের সব সংস্করণ মিলিয়ে ৯-০ ব্যবধানে জয় ছিল।

শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। এরপর রাদারফোর্ড ও হেটমায়ার দলের রানের গতি বাড়ান।

রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রান করে ম্যাক্সওয়েলের বলে বোল্ড হন, আর শিমরন হেটমায়ার ৩১ বলে ৫২ রান করেন যা ছিল দলীয় সর্বোচ্চ ইনিংস। শেষ দিকে জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ারসুইস ৩ উইকেট নেন।

জবাবে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি, ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে দলের সবাই ছোট অবদান রেখে জয় তুলে নেয়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান আসে মিচেল ওয়েনের ব্যাট থেকে, তিনি করেন ১৭ বলে ৩৭ রান। ১৮ বলে ৩২ রান করেন দারুণ ফর্মে থাকা ক্যামেরন গ্রিন। এছাড়া, টিম ডেভিড ৩০ এবং অ্যারন হার্ডি ২৮ রানে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নিয়েছেন আকিল হোসেন।



banner close
banner close