শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

বাংলাদেশে পাওয়া ভালোবাসার কথা লেস্টারে যেভাবে জানালেন হামজা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ০৯:৫৬

শেয়ার

বাংলাদেশে পাওয়া ভালোবাসার কথা লেস্টারে যেভাবে জানালেন হামজা
ছবি: সংগৃহীত

জাতীয় দলের হয়ে প্রথমবার বাংলাদেশে খেলতে এসে জনস্রোত দেখেছিলেন হামজা চৌধুরী। যেটিকে ভক্ত-সমর্থকদের ভালোবাসার স্রোত বললেও অত্যুক্তি হবে না। বাংলাদেশের মানুষদের এমন হৃদয়ভরা ভালোবাসা হামজাকে মুগ্ধ করেছে। বর্তমান ক্লাব লেস্টার সিটিকে দেয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, তার হৃদয়ের অনেকটা অংশ জুড়ে শুধুই বাংলাদেশ।

হামজাকে যেনো এখনো শিকড় টানছে হৃদয়ের গভীর থেকে। বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে হামজা বলেন, ‘আমরা প্রথম যখন সেখানে যাই, তখন আমি আমার গ্রামে ফিরে যাই। সেটা একদম গ্রামীণ একটা জায়গা ছিল। আমি বড় হওয়া পর্যন্ত আমার শৈশবের বড় একটা অংশ ছিল এই গ্রামেই।’

বাংলাদেশের মানুষের ভালোবাসা ও গ্রহণযোগ্যতায় হামজা কতটা আপ্লুত হয়েছিলেন, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানান এই মিডফিল্ডার।

এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে পাওয়া অভ্যর্থনা ভাষায় প্রকাশ করার নয়। আমার মনে হয় না, এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে।’

জাতীয় দলের হয়ে সময়টাও ভালো কেটেছে হামজার।

যুক্তরাজ্যে খেলে থাকলেও ভালোবাসার এমন উষ্ণতা সেখানে খুব একটা পাওয়া যায় না বলেই মনে করেন হামজা। বাংলাদেশে পাওয়া ভালোবাসার সঙ্গে তিনি অন্য কোনো কিছুর তুলনা করতে চান না। তিনি বলেন, ‘ফুটবলার হিসেবে আমরা যুক্তরাজ্যে অনেকটাই মনোযোগ পাই। কিন্তু বাংলাদেশে যেটা পেয়েছি, তার সঙ্গে এর কোনো তুলনা হয় না। এটা অসাধারণ এক অভিজ্ঞতা।’



banner close
banner close