সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৩৩ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে জাকের আলী অনিক ও শেখ মাহেদি হাসানের দুটি ইনিংসে ভর দিয়ে স্কোরবোর্ডে লড়াই করার মতো সংগ্রহ পায় ফিল সিমন্সের শিষ্যরা।
এদিন একাদশ থেকে বাদ পড়েন তানজিদ হাসান তামিম। তার পরিবর্তে সুযোগ পান নাঈম শেখ। সুযোগ কাজে লাগাতে পারেননি এই ওপেনার। ফাহিম আশরাফের শিকার হওয়ার আগে ৭ বলে ৩ রান করে বিদায় নেন নাঈম। দলীয় ২৮ রানে লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমনকেও হারায় বাংলাদেশ। এই তিনজনের মধ্যে সর্বোচ্চ ১৩ রান করেন ইমন। লিটনের ব্যাট থেকে আসে ৮ রান। ডাক মারেন হৃদয়। রান আউট হন এই মিডলঅর্ডার।
পঞ্চম উইকটে ৫৩ রান যোগ করেন জাকের ও মাহেদি। পরেরজন ২৫ বলে ৩৩ রান করে আউট হলে এই জুটি ভাঙে। মাহেদি ফিরলেও একপ্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করে যান জাকের। ইনিংসের শেষ বলে শেষ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরার আগে খেলেন ৫৫ রানের ইনিংস। তার ৪৮ বলের ইনিংসে ছিল একটি চার ও পাঁচটি ছয়ের মার। পাকিস্তানের হয়ে সালমান মির্জা, আহমেদ দানিয়েল ও আব্বাস আফ্রিদি দুটি করে উইকেট নেন। এছাড়া ফাহিমের সমান এক উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ।
বাংলাদেশের ইনিংস: ১৩৩/১০ (২০ ওভার); জাকের ৫৫, মাহেদি ৩৩, ইমন ১৩, লিটন ৮, রিশাদ ৮; সালমান ২/১৭, দানিয়েল ২/২৩
আরও পড়ুন:








