প্রথম ম্যাচ হারের পর একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। স্পিনার আবরার আহমেদের জায়গায় একাদশে জায়গায় পেয়েছেন আহমেদ দানিয়াল।
পাকিস্তান একাদশ : ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, সালমান মির্জা ও আব্বাস আফ্রিদি।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাঈম শেখ। এ ছাড়াও তাসকিনের বদলে একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন:








