শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

৯ ম্যাচ পর টসে ভাগ্য ফিরল লিটনের, নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১৮:২৩

আপডেট: ২০ জুলাই, ২০২৫ ১৮:২৪

শেয়ার

৯ ম্যাচ পর টসে ভাগ্য ফিরল লিটনের, নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
ছবি সংগৃহীত

লম্বা সময় পর অবশেষে টসে হাসল লিটন দাসের ভাগ্য। ৯ ম্যাচ টানা টসে হারা পর বাংলাদেশ অধিনায়ক আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই দারুণ এক মানসিক জয়ে মাঠে নামল টাইগাররা।

শ্রীলঙ্কা সফর শেষ করে মাত্র কয়েক দিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্রামের খুব একটা সুযোগ না পেয়েই আজ থেকে শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। ঘরের মাঠে সিরিজ শুরু করার আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত লিটনের কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকেরা।

আজকের ম্যাচে একাদশে এসেছে একটি পরিবর্তন। শেষ টি-টোয়েন্টিতে খেলা শরীফুল ইসলামের জায়গায় দলে ফিরেছেন গত কিছুদিন চোট কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদ। তার অভিজ্ঞতা নতুন বল হাতে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ:

সাইম আইয়ুব, ফখর আহমেদ, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, মোহাম্ম5দ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।



banner close
banner close