শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ফুটসাল ট্রায়াল, বাংলাদেশে আসছেন বিদেশি কোচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫ ১২:০০

আপডেট: ১৭ জুলাই, ২০২৫ ১২:০১

শেয়ার

ফুটসাল ট্রায়াল, বাংলাদেশে আসছেন বিদেশি কোচ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান ফুটসালের বাছাইয়ে অংশগ্রহণ করছে। বাফুফের কোনো ফুটসাল দল নেই। তাই ফুটসাল কমিটি ২০ ২১ জুলাই হ্যান্ডবল স্টেডিয়ামে ট্রায়াল ডেকেছে। সেজন্য বিদেশি কোচের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে।

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘আগস্টের মধ্যে এএফসিতে খেলোয়াড় নিবন্ধন করতে হবে। ফলে এই মুহূর্তে বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড় বাছাইয়ের সুযোগ নেই। তাই আমরা দুই দিন ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে খেলোয়াড় বাছাই করব।

বাফুফের ফেসবুক পেজে বাংলাদেশ ফুটসাল দলের ট্রায়ালের জন্য পোস্ট করা হয়েছে। সেখানে ১৮-৩৫ বছর বয়সী আগ্রহীদের হ্যান্ডবল স্টেডিয়ামে আসার অনুরোধ করা হয়েছে। এই ট্রায়াল প্রক্রিয়া সম্পর্কে কমিটির চেয়ারম্যান বলেন, ‘শুক্রবার পর্যন্ত ট্রায়াল রেজিস্ট্রেশনের সময় রয়েছে। নিবন্ধনকারীর সংখ্যার ওপর ট্রায়াল পদ্ধতি নির্ভর করবে। ১০-১৫ মিনিট খেলার সুযোগ পাবে সবাই। বাফুফের কোচ সাবেক ফুটবলাররা খেলোয়াড়দের বাছাই করবেন।

স্ট্যান্ডার্ড ফুটবলের মতো ফুটসালেও এএফসি কোচিং সনদ রয়েছে। এএফসির ফুটসালের শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে কোনো দলের হেড কোচ হতে লেভেল- সার্টিফিকেট লাগে। বাংলাদেশি কারও এই ডিগ্রি নেই। ফলে বাধ্য হয়েই বিদেশি কোচ আনতে হচ্ছে বলে জানান ইমরান, ‘বাফুফে থেকে বিদেশি কোচের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ট্রায়াল থেকে খেলোয়াড় বাছাই হওয়ার পর কোচ তাদের ট্রেনিং করাবেন। আপাতত বিদেশি কোচের সঙ্গে চুক্তি মাসের মতো হতে পারে শুধু এই টুর্নামেন্ট ঘিরে।

বাংলাদেশ ফুটসালের অভিষেক আসরে কঠিন গ্রুপে পড়েছে। ফুটসালে ইরান বর্তমান এবং সর্বাধিকবারের এশিয়ান চ্যাম্পিয়ন। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের গ্রুপে ইরান ফেভারিট। স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পাওয়াই হবে মূল লক্ষ্য। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের জন্য কঠিন হলেও লক্ষ্য ঠিক রেখেছেন কমিটির প্রধান, ‘আমরা এবার প্রথমবারের মতো খেলব। ফলে বাস্তবিকভাবে মূল পর্বে যাওয়া কঠিন। এরপরও আমরা এই সময়ের যতটুকু সম্ভব নিজেদের প্রস্তুত করে সর্বোচ্চ লড়াইয়ের জন্য চেষ্টা করব।

বাংলাদেশেও অনেক তরুণ সাপ্তাহিক সান্ধ্যকালীন ফুটসাল খেলেন। ফিফা-এএফসি গাইডলাইন থাকলেও বাফুফে পূর্বে ঘরোয়া পর্যায়ে ফুটসাল আয়োজন কিংবা আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ কোনো কিছুই করেনি। বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল ফুটসালকে গুরুত্ব দিচ্ছেন। কর্পোরেট পর্যায়ে ফুটসাল-ফুটবল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা ইমরানুর রহমানকে ফুটসাল কমিটির চেয়ারম্যান করে সাংগঠনিকভাবে খেলাটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বাফুফে।



banner close
banner close